শাড়ী পড়ার টুকিটাকি Saree Designs

Saree Designs, শাড়ি এমন একটা জিনিস, যে কোন মেয়ে পড়লে তাকে সুন্দর লাগে। তবে অবশ্যই তাকে শাড়ি ঠিক ভাবে পড়তে হবে না হলে বেমানান দেখাবে।

শাড়ি পড়ার সময় আমাদের উচ্চতা, ওজন, শারীরিক গঠন ইত্যাদি বিষয়ের দিকে নজর রেখে শাড়ি পড়তে হবে।

 

তাহলে আসুন জানি, সব কিছু ঠিক রেখে শরীরের গঠন হিসেবে কি ধরনের শাড়ি পরলে আকর্ষণীয় লাগবেঃ

  • শরীরের গঠন যদি হালকা পাতলা হয় তবে সেই ক্ষেত্রে সে যে কোন ধরনেরই শাড়ি পড়ার স্বাধীনতা রাখে।
    সে চাইলে যে কোন রং এর যে কোন ম্যাটারিয়ালের এবং প্রিন্টের শাড়িও চাইলে পড়তে পাড়ে।
  •   স্বাস্থ্যবান বা স্থুল গঠনের হলে হালকা ও পাতলা কাপড় যেমন- জর্জেট, ক্রেপ, শিফন ধরনের শাড়ি আপনার জন্য উপযোগী।
    নকশা ছাড়া গাঢ় রংগুলো দিকে প্রাধান্য দিতে পারেন। কারন সুতি, কাতান, বেনারসি ইত্যাদি জাতীয় কাপড় পড়লে ফুলে থাকে। 

 

  • খাটো গড়নের হলে বেছে নিতে পারেন গাড়ো রং এর শাড়ি। এতে অনেকটা লম্বা লাগবে।
    এবং বড় পাইরের শাড়ি থেকে দূরে থাকুন এতে আরো খাটো দেখাবে। ব্লাউজের ক্ষেত্রে অলয়েজ লম্বা হাতা পড়ার চেস্টা করুন, এতে হাত লম্বা লাগবে।
  • গলা যদি মোটা না হয় সেই ক্ষেত্রে কলারের ব্লাউজ পরতে পারেন।
    এবং শাড়ি পড়ার সময় খেয়াল রাখবেন যেন আপনার শাড়ির কুচি ঠিক থাকে।
  • লম্বা গড়ন হলে শাড়িতে স্বাভাবিকভাবেই দেখতে কিছুটা লম্বা লাগে। ভারী কাজ করা কালো বা গাঢ় রংয়ের আকর্ষণীয় ছাঁটের ব্লাউজ বেছে নিন। প্রিন্টের শাড়ি লম্বাদের জন্য আদর্শ। অনুষ্ঠানের জন্য ল্যাহেঙ্গা শাড়ি বেশি মানানসই।

শাড়ি পড়ার কিছু ভুলঃ Saree Designs

  • শাড়ি খুব বেশি উপর বা নিচে পরা ঠিক নয়। এতে পা দেখতে ছোট লাগে। 
  • শাড়ি নাভির ঠিক নিচ থেকে পরা উচিত এবং আঁচল থাকবে কাঁধের মাঝ বরাবর।
  • খুব বেশি ঢিলে ঢালা ব্লাউজ পড়া ঠিক নয় এতে দেখতে খারাপ দেখায়। 
  • শাড়ি পরার সময় অবশ্যই সঠিক রং ও সঠিক মাপের পেটিকোট পরতে হবে। শাড়ির নিচ দিয়ে পেটিকোট দেখালে খুবই বাজে লাগে।
  • শাড়ির সঙ্গে সমতল জুতো পরলে তেমন একটা ভাল লাগে নাহ। একটু উঁচু জুতো পড়লে শাড়ির কুচি দেখতে অনেকটাই ভাল লাগে।
  • শাড়ির মাঝখানে বেশি কুচি রাখলে অনেক খারাপ লাগে তাই এই দিকে খেয়াল রাখতে হবে।

তবে আপনি শাড়ি পড়া কে ভয় পাবেন নাহ। বিভিন্ন ভাবে শাড়ি পরে এক্সপেরিমেন্ট করুন। 

এছাড়া আপনি যদি আরো পোশাক সম্পর্কে সাজেসন পেতে চান তাহলে নিচের দেয়া আমাদের #youtube_Channel_Link থেকে ঘুরে আসতে পারেন অথবা যদি আমাদের সাথে সরাসরি কথা বলতে চান তাহলে আমাদের #inbox এ #Knock দিন । চাইলে পেজের দেয়া নাম্বারে কলও করতে পারেন।

শাড়ি পড়ার যত ভুল করি আমরা

https://www.facebook.com/zeroesbd

www.zeroesbd.com