এম এল এম কি? MLM কিভাবে কাজ করে? MLM Business

আমরা অনেকেই আছি কস্ট করা ছাড়াই ইনকাম করতে চাই। 

এই ক্ষেত্রে MLM অন্যতম, অনেকের কাছে MLM সম্পর্কে জানা-পরিচয় থাকলেও এখনো অনেকের কাছে এটি অজানা।

 

তাহলে এবারে আসি, MLM জিনিসটা আসলে কি! What is MLM Business 

MLM Business Meaning

MLM  এর পুরো meaning হচ্ছে Multilevel Marketing.

আমরা অনেকে এটাকে নেটওয়ার্ক মার্কেটিং নামেও জানি।

 

তাহলে, এবার প্রশ্ন হচ্ছে এই MLM কিভাবে কাজ করে..!!How MLM Business Works / How to work MLM Business

আসুন তাহলে প্রথম থেকেই শুরু করি, আমরা তো সবাই জানি, আমাদের অনেক পরে মালায়শিয়া দেশ স্বাধীন হয়েছে।

কিন্তু মালায়শিয়ার সাথে তুলোনা করলে বাংলাদেশ এখনো অনেক পিছিয়ে।

এর কারনটা কি আপনি জানেন !

কারন আর অন্য কিছু নাহ, এটা এটা শুধু MLM এর জন্যই হয়েছে। কিভাবে !

ওকে, তাহলে আপনাকে পুরো ব্যপারটা ক্লিয়ার করছি –

আমরা তো সবাই নেটোয়ার্কের ব্যপারটা বুজি তাই নাহ ! আপনি একটা রাউটারের কথাই চিন্তা করুন।
যেমন একটা ৩ তলার অফিসে শুধু একটা রাউটার আছে এবং রাউটার টা খুবই শক্তিশালী । প্রতিটি তলায় প্রায় বিশটা করে কম্পিউটার রয়েছে, এখন কথা হচ্ছে ঐ একটা রাউটার দিয়ে আপনার পুরো তিন তলা কভার করতে হবে।
শর্ত আর একটা রয়েছে কোনো কম্পিউটারে ওয়াইফাই বা ল্যান কার্ড্রের অপশন নেই আপনাকে ইথার্নেটের মাধ্যমে কানেক্ট করতে হবে।


এখন এটা কানেক্ট করার জন্য আপনি কি করবেন !!



সাধারনত এই ক্ষেত্রে Hub ব্যবহার করা হয়, এই একটা হাব দিয়ে আপনি চাইলে অনেকগুলো পিসির সাথে কানেক্ট করতে পারবেন।
 

এভাবে একটা Hub এর সাথে আর একটা Hub লাগিয়ে আপনি চাইলে পুরো তিন তলা অফিস একটি রাউটারের আওতায় আনতে পারবেন।

ঠিক তেমনি, মালায়শিয়া MLM এর ক্ষেত্রে রাউটার হিসেবে যে কোনো দোকানকে ব্যবহার করছে, আর  Hub হিসেবে কাজ করছে সাধারন মানুষরা।  

Best Bank In Bangladesh

 

এবার আপনার ভিতর অবশ্যই একটা প্রশ্ন জাগছে, যে কিভাবে এটা সম্ভব ! How To Start MLM Business?

ওকে আমি পুরো ব্যপারটা ক্লিয়ার করছি, ধরুন আপনার একটা মুদির দোকান রয়েছে। এখন আপনি চাচ্ছেন যে আপনার দোকানে খুব ভাল বেচাকেনা হোক।

আবার বহিরে অনেক লোক বসে আছে যারা চায় যে ইনকাম করতে কিন্তু তাদের কাছে এখন কোনো জব নেই।

সেই ক্ষেত্রে এই MLM খুব কাজে দিতে পারে,  যেমন ধরুন আপনার দোকানে কোনো এক কাস্টোমার আসলো। আপনি চাইলে কিন্তু তাকেই আপনার দোকানের এজেন্ট বানিয়ে দিতে পারেন ।

যেমন আপনি তাকে বলে দিলেন, উনি যদি আপনাকে ১০ জন কাস্টোমার  এনে দিতে পারেন সেই ক্ষেত্রে উনি আপনার দোকান থেকে যেকোনো পন্য ২% ছাড়ে পাবেন।

 

যদি ২০ জন কাস্টোমার এনে দিতে পারেন সেই ক্ষেত্রে ৩% ছাড়, আর যদি ৫০ জন এনে দিতে পারে সেই ক্ষেতে ৭% ছাড়।
এরপর আর কোনো ছাড় বাড়বে নাহ যতদিন পর্যন্ত ১০০ জন কাস্টোমার এনে না দিতে পারে।

যখন ১০০ জন পুরোন হবে তখন তিনি ২৫% ছাড় পাবে।
এর পর আবার বন্ধ হয়ে যাবে যখন ৫০০ জন কাস্টোমার এনে দিতে পারবে তখন তিনি ৬০% ছাড় পাবেন।

ঠিক এভাবেই তার দেয়া যতো কাস্টোমার আছে তাদের ক্ষেত্রেও ঠিক একই কন্ডিশন হবে। তারাও যদি এভাবে এনে দেয় তাইলে তারা এমনটা ছাড় পাবে।
আবার তারা যাদের এনে দিবে তারাও এমন ছাড় পাবে। ঠিক এভাবে চলতেই থাকবে।

এখন আপনি প্রশ্ন করতে পারেন, এই ক্ষেত্রে দোকানদারের লাভ কি !



এখানেই হচ্ছে সব চেয়ে মজার ব্যপার, আসুন তাহলে জানি এখান থেকে আপনার কি কি লাভ হচ্ছেঃ MLM Business Model

 

  • আপনার প্রচুর সেল বাড়বে। 
  • আপনার হাজার হাজার কাস্টোমার হবে, শুনতে অবাক লাগলেও এটা সত্য। শুধু হাজার নাহ যদি আপনি কনটিনিউ করতে পারেন তাহলে এর চেয়ে আরো বেশিও হতে পারে। 
  • সেল বাড়ার সাথে সাথে আপনার দোকানও বড় হবে।
  • আপনার দোকানের নামের অনেক মার্কেটীং হবে। 
  • আপনার আলাদা করে কোনো মার্কেটিং করতে হচ্ছে নাহ। 
  • আপনার দোকান শুধু বড় হয়েই থেমে থাকবে নাহ ,দেখাযাবে এরকম চলতে থাকলে এরকম বড় রড় অনেক দোকান আপনার হয়ে যাবে।
  • আপনি চাইলে পরবর্তীতে অন্য আরো ব্যবসা যোগ করতে পারবেন। 
  • এরকম চলতে থাকলে একটা সময়ে এসে, পুরো দেশে আপনার দোকান ছড়িয়ে যাবে।

 

তাহলে তো, বুঝলেন-ই এই MLM প্রথার মাধ্যমে সবারই এখানে লাভ হচ্ছে।
এখানে দোকানদারও প্রচুর টাকা ইনকাম করতেছে আর এই দিকে ক্রেতাও অনেক কম টাকাতে পন্য পাচ্ছে।
এছাড়াও বিভিন্ন ব্যবসাতে এই MLM পদ্ধতি ব্যবহার করা যায়। ঠিক তেমনি প্রতিটি ব্যবসাতে মালায়শিয়াতে এই MLM পদ্ধতি ব্যবহার করা হয়েছে। এমনকি এখনো এই প্রসেস কনটিনিউয়াস চলতেছে। যার কারনে এই দেশ খুব তারাতারি ডেভলপ বা উন্নত হয়েছে।

তাহলে, আসা করি আপনি এখন বুঝতে পেরেছে MLM Business কি এবং কিভাবে এটি কাজ করে। 

free mlm leads home based business