অফিসে আমাদের কোন ড্রেসে এবং কিভাবে যাওয়া উচিৎ? Dresses Online

Dresses Online, আমরা আমাদের স্বাভাবিক লাইফ স্টাইলে সাধারনত অনেক ধরনেরই ড্রেস পরে থাকি। কিন্তু আমরা অনেকেই আছি জানি নাহ যে, কখন কোন ধরনের ড্রেস পরতে হয়। ড্রেস ফরমেটে সবচেয়ে আমরা প্রবলেমে পড়ি অফিস লাইফে। আমরা অনেকেই আছি  অদ্ভুত ড্রেস ফরমেটে অফিসে চলে যাই।
এবং অনেকেই আছি প্রচুর সেজে অফিসে যেয়ে থাকি।

আপনার কি মনে হয়, এটা সঠিক ?

 

তাহলে আসুন জানি যে, অফিস লাইফে আমরা কি ধরনের ড্রেস বা পোশাক পরবো এবং কিভাবে আমাদের অফিসে যাওয়া উচিৎঃ

 

  • প্রথমত আমাদের মাথায় রাখতে হবে আমাদেরকে ফরমাল ড্রেসে অফিসে যেতে হবে।
  • ২য়, আপনি চাইলে লাইট কালারের ড্রেস পড়তে পারেন। এটা হতে পারে হোয়াইট অথবা অফ-হোয়াইট।
  • আপনি যদি সার্ট পেন্টে অভ্যস্ত থাকেন তাহলে সার্ট পেন্ট পড়তে পাড়েন। আর যদি আপনি সার্ট পেন্টে অভ্যস্ত না থাকেন তাহলে সাড়ি অথবা থ্রি-পিস পড়তে পাড়েন।
  • মেকাপের ক্ষেত্রে আপনাকে লাইট মেকাপ অথবা হালকা মেকাপ করতে পারেন। কেউ যদি মেকাপ করতে না চান, তাহলে না করলেও হবে কিন্তু মেয়েদের হালকা মেকাপে সুন্দর লাগে।
  • যদি আপনি সার্ট পেন্ট পরেন, সেই ক্ষেত্রে Shoe  পড়তে পারেন। আর যদি সাড়ি অথবা থ্রি-পিস পড়তে চান,তাহলে সেই ক্ষেত্রে স্লিপার ব্যবহার করতে পারেন।
  • কখনো অফিসে বেশি অর্নামেন্স বা গয়না পরে যাবেন নাহ। কারন বেশি গয়না পরলে সেটা কখনো ফর্মাল হতে পারে নাহ।
    তবে আপনি চাইলে হালকা কিছু পরতে পারেন, যেমনঃ লাইট ওয়েটের  এয়ার রিং,অথবা ব্রেসলাইট।
  • চাইলে হাতে ঘড়ি পড়তে পাড়েন, এতে আরো আকর্ষণীয় দেখাবে। 

যেভাবে দীর্ঘদিন ভালো থাকবে প্রিয় কাপড়টি Sharee Pora