লেহেঙ্গা ডিজাইন কেমন হলে আপনাকে অনেক আকর্ষনীয় লাগবে?

লেহেঙ্গা ডিজাইন- লেহেঙ্গাকে অনেকে ঘাগরা, চানিয়া, পাভাদাই বা লাছা নামেও চিনে। আজকাল পোশাকের মধ্যে লেহেঙ্গা নারিদের কমন পোশাক। বিভিন্ন পার্টি থেকে বিয়ের অনুষ্ঠানে সবকিছুতেই নারীরা এই পোশাকটি বেশি পড়ে থাকেন। ব্লাউজের সঙ্গে স্কার্টের কম্বিনেশনে তৈরি এ পোশাক।

মার্কেটে এখন নতুন নতুন ডিজাইনের বিভিন্ন লেহেঙ্গার কালেকশন পাওয়া যায়।পছন্দের কালারের আর নকশার লেহেঙ্গা বেছে নিয়ে পরে ফেল্লেই হল এমনটা যদি হত, কতই না ভালো হত।কিন্তু সব ডিজাইনের লেহেঙ্গা সবাইকে মানায় না। তাই নিজেকে  চিনে নিন প্রথমে। সব মানুষের শরীরের আকৃতি তো  এক রকম নয়। তাই প্রত্যেকেরই নিজস্ব শারীরিক গঠন অনুযায়ী সঠিক লেহেঙ্গা নির্বাচন করা উচিত এবং রঙ ও ধরন বুঝে লেহেঙ্গা নির্বাচন করা উচিত।

আপনাকে নিজ গড়ন অনুযায়ী লেহেঙ্গা নির্বাচনের ক্ষেত্রে কিছু বিশেষ ব্যাপার মনে রাখতে হবে, আর তা হলো –

 

১)গলার দিকে সুন্দর নকশাঃ



আপনার যদি খানিক টা বাড়তি মেদ থাকে তাহলে লেহেঙ্গার উপরের পার্ট এ গলার দিকে একটু নকশা করে বানান।মিলিয়ে হাতায় ও করতে পারেন। এমব্রয়ডারি বা এপ্লিকের মত করে কাপড়ের ও নকশা করে পারেন।কলার দিয়েও পরতে পারেন, কিন্তু যদি আপনার কাধ চওড়া হয় তবে কলার পরিহার করুন। এতে আপনাকে আকর্ষণীয় লাগবে।



২)লেহেঙ্গা যদি সুতি হয়ঃ



সুতি লেহেঙ্গায় যদি মার দেয়া থাকে তবে চেষ্টা করবেন মাড় ছাড়িয়ে নিতে,সংগে থ্রী কোয়ার্টার এর উপরের টপস পরে নিন। ব্যাস!! তবে টপস যাতে ফিটিংস পারফেক্ট হয়। তাহলে আপনাকে খুবেই আকর্ষণীয় লাগবে।

শাড়ি পরা সহজ নাকি কঠিন?

 


৩)গলায় ডীপ কাটঃ



শুধু স্লিম দেখানো ছাড়াও একটু বেশি অন্য ধরনের আকর্ষনিয় লুক আনতে চাইলে গলায় একটু ডীপ কাট দিয়ে বানাতে পারেন। পিছনের দিকে ডীপ কাটিং এ আপনাকে যেমন সেক্সি লাগবে তেমনি আরো বেশি ভিন্ন ধরনের লুক আসবে। ডীপ নেক গলার কাট এ হাতা খুব বেশি বড় দিবেন না। তাহলে খুবেই আকর্ষণীয় লাগবে।



৪) সেমি পাফ হাতাঃ


যদি ফুল স্লিভ এ আপনার কোনো অসুবিধে থাকে, তবে অন্য উপায় ও আছে, আপনি যদি পাফ হাতার প্রতি বিশেষ দুর্বল হয়ে থাকেন তবুও না পরলেই ভালো। কারন পাফি হাতা একটু বেশি ফোলা ভাব থাকায় আরো বেশি মোটা লাগে। তার চেয়ে যদি পরতেই হয় সেমি পাফ হাতা পরলে বেশ সুন্দর দেখাবে।

আসলে গোলগাল চেহারা হোক বা লম্বা, সবাই ই চাই লেহেঙ্গাতে তাকে আরেকটু স্লিম আর সুন্দর দেখাক। গোল মুখের যারা তাদের একটু ট্রিকি হয়ে টপস বানালেই অনেক বেশি আকর্ষনীয় আর স্লিম দেখায়।



পার্টিতে কিভাবে লেহেঙ্গা পরলে আপনাকে আকর্ষণীয় লাগবে

 

লেহেঙ্গাকে যদি ভিন্ন ভিন্ন স্টাইলে পরতে পারেন, তাহলে লুকটা বদলে যায় এবং একই লেহেঙ্গাকে ভিন্ন অনুষ্ঠানে বার বার ব্যবহার করতে পারেন।


১. হাতের সাথে বেধেঁ নিন- লেহেঙ্গা ডিজাইন


আপনাকে আকর্ষণীয় দেখতে লেহেঙ্গার ওড়নাকে ভাঁজ করে ডান কাধে দিয়ে সামনে আচল রাখুন। সামনে ওড়না আপনার হাটুরঁ নিচ পর্যন্ত লম্বা রাখুন। কাধে সেফটিপিন দিয়ে আটকে নিন। অন্য প্রান্তটি সামনে এনে ভাজ করে হাতের সাথে পেচিয়ে নিয়ে সেফটিপিন দিয়ে আটকে নিন।আগে পিন দিয়ে আটকে তারপর সেটিতে হাত গলিয়ে নিন।


২. হাফ শাড়ী স্টাইল- লেহেঙ্গা ডিজাইন


আপনি যদি মোটা হন তবে এ স্টাইল এ পরতে পারেন।এই স্টাইলে কোমরে কাপড় জড়িয়ে থাকে বলে বেশ স্লিম মনে হয়।ওড়নার একটি প্রান্তভাজঁ করে ডান পাশ দিয়ে এনে বাম কাধে সেফটিপিন দিয়ে আটকে নিন। অন্য প্রান্তটি বাম দিকের কোমরের পাশ দিয়ে কোমরের ডান দিকের কাছাকাছি গুজে নিন। সামনের দিকটাতে দেখতে যেন ভি শেপ মনে হয় আর পিছনে কোমরের দিকটাতে যেন লুজ না থাকে সেটা নিশ্চিত করুন।


৩. ফ্লোয়িং স্টাইল- লেহেঙ্গা ডিজাইন



যদি আপনার লেহেঙ্গার ওড়নার কাজ বেশ ভারী হয় এবং আপনি চান ওড়নার কাজে সবার মনোযোগ থাকুক তাহলে এই স্টাইলে পড়তে পারেন। এতে একই সঙ্গে আপনি আপনার প্রবলেম এরিয়া গুলো ঢেকে রাখতে পারবেন এবং ওড়নার সৌন্দর্য তুলে ধরতে পারবেন।



4. বাঙ্গালী স্টাইল- লেহেঙ্গা ডিজাইন



বাঙ্গালী শাড়ী পরার ধরন থেকে এই ষ্টাইলটি করা হয়েছে। ওড়না ভাজ করে সেফটিপিন দিয়ে ডান কাধের উপর আটকে নিন। সামনে থেকে ওড়নার একটি প্রান্ত আপনার কোমরে পেচিঁয়ে নিয়ে কোমরের পাশে গুজে নিন। এবার পেছনের প্রান্ত থেকে একটি কোনা ধরে সামনে দিয়ে বাম কাধের উপর ভাজ করে এমন ভাকে সেফটিপিন দিয়ে আটকাবেন যেন শাড়ীর বর্ডার শুধু দেখা যায়।




আপনার লেহেঙ্গার ডিজাইন যদি পুরানো হয় তাহলে নয়া লুক আনার জন্য যা যা করবেন-




* আপনার পুরানো ডিজাইনার লেহেঙ্গার সঙ্গে অন্য কোনও ধরনের কাপড় জুড়ে তৈরি করতে পারেন লেহেঙ্গা শাড়ি। লুক বদলাতে চাইলে ব্লাউজ পরিবর্তন করতেই পারেন। অগোছালো ভাবে না পরে ভাল করে প্লিট করে পরুন লেহেঙ্গা শাড়ির আঁচল। তাতে আপনাকে রোগাও যেমন লাগবে, তেমনই আপনাকে আকর্ষণীয় লাগবে।

* ইন্দো-ফিউশন লুক চাইলেও লেহেঙ্গাকে বেছে নিতেই পারেন। তবে সেক্ষেত্রে লেহেঙ্গার সঙ্গে পরুন সিল্কের ব্লাউজ। গয়না হিসাবে একটু অফবিট কিছু বাছুন।ওড়না ভুলেও নিবেন না।দেখবেন এতে আপনাকে খুবেই আকর্ষণীয় লাগছে।

* আনারকলি সালোয়ার স্যুট এখনও ফ্যাশনে বেশ ইন। আপনার লেহেঙ্গা দিতে পারেন সেই চেহারা। লেহেঙ্গার সঙ্গে পরুন লম্বা লেন্থের কোনও কুর্তি বা ব্লাউজ। সঙ্গে একটু অন্যরকমভাবে নিন ওড়না। দেখবেন তাতেই আপনাকে খুব আকর্ষণীয় লাগছে।

১০০০+টাকায় গায়েহলুদের লেহেঙ্গার কালেকশন